নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ইজিবাইক, অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এসভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ ও ট্রাফিক বিভাগকে সঙ্গে নিয়ে ইজিবাইক, অটোরিক্সা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, আরএমপির ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) প্রবীন কুমার পাল, বিআরটিএর মোটরযান পরিদর্শক শরফুদ্দীন আকন্দ, রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারওয়ার হোসেন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারা দিল, সহকারী প্রোগ্রামার মোঃ হেলালুজ্জামান সরকার, সহকারী প্রোগ্রামার মোসাঃ হোসনে আরা, পরিদর্শক সাইদুল ইসলাম, পরিদর্শক মারুফ আহমেদ, পরিদর্শক কৌশিক দত্ত প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।