চারঘাট প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গত দুই মাসে এক ফোঁটাও বৃষ্টি না হওয়ায় ভূ-উপরিস্থ পানি শুকিয়ে যাচ্ছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। তীব্র খরা, বৃষ্টিহীনতার কারণে উপজেলার জনজীবনে হাঁসফাঁস উঠেছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলায় গভীর ও অগভীর নলকূপ রয়েছে প্রায় ১৭ হাজার ৫০০টি। জনস্বাস্থ্য অধিদপ্তর গত তিন বছরে ইউনিয়ন পর্যায়ে গভীর নলকূপ স্থাপন করেছে ৪৬২টি। এসব নলকূপের জন্য দুটি লেয়ার রয়েছে।
প্রথম লেয়ারে পানি উত্তোলনের ক্ষমতা রয়েছে ৮০০ থেকে ৯০০ ফুটের মধ্যে এবং দ্বিতীয় লেয়ারে ১ হাজার থেকে ১১০০ ফুটের মধ্যে।পদ্মা-বড়াল বিধৌত এই উপজেলার অধিকাংশ অধিবাসী সুপেয় পানির জন্য নলকুপের উপর নির্ভরশীল। সাধারণত বর্ষা মৌসুমে বেশ কিছুদিন পানি থাকলেও শুষ্ক মৌসুমে নদীগুলোতে পর্যাপ্ত পানির অভাবে শুকিয়ে থাকে।
এর ফলে নদীর পানির লেয়ার দিন দিন স্বাভাবিক অবস্থানের চেয়ে নিচে নেমে যাচ্ছে। নদী নির্ভরশীল ৮০০-৯০০ ফুটে স্থাপনকৃত নলকুপগুলোতে পানি উঠছে না।