May 26, 2025, 1:40 am

News Headline :
১০ দফা দাবিতে রাজশাহীসহ সারাদেশে পেট্রোল পাম্প বন্ধ! রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি
রাজশাহীতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে মতবিনিময় সভা

রাজশাহীতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ বিষয়ে ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার এবং কেন্দ্রীয় সুপারভাইজার সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে পরিচ্ছন্ন বিভাগসহ ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার এবং কেন্দ্রীয় সুপারভাইজার সকলকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতায় রাজশাহীর যে সুনাম অর্জন হয়েছে সেটি অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এ মহানগরী দেশের এখন মডেল নগরীতে পরিণত হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে রাজশাহী নগরীতে আসা সকলের নিকট যেন আরও আকর্ষণীয় হয় সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সবুজ, পরিচ্ছন্ন, ফুলের শোভায় শোভিত নগরীর সৌন্দর্য্য আরও বৃদ্ধিকরণে নগরীর বিনোদন স্পটসহ মহাসড়ক, ওয়ার্ড পর্যায়ের সকল সড়কের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। এ সময় পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) মোঃ সাজ্জাদ আলী, মনিটরিং কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুনসহ ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার এবং কেন্দ্রীয় সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.