January 13, 2026, 6:28 am

News Headline :
লালমনিরহাটে সীমান্ত ব্যাংক ও ১৫ বিজিবি’র শীত বস্ত্র বিতরন তদন্তের নির্দেশ উপেক্ষিত, বহাল তবিয়তে কর্মকর্তা: তালবাহানার উত্তর রাজশাহীতে ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কাগজে সরকারি টাকা চুরি! শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পবায় দলিল লেখক সমিতির দোয়া মাহফিল হাতীবান্ধায় ওসি’র সাথে আ’লীগ নেতার গোপন বৈঠক,তদন্ত কমিটি গঠন রাজশাহীতে চিহ্নিত চাঁদাবাজ ‘চান সওদাগর’ আটক রাজশাহীতে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁস চক্রের ৬ জন গ্রেপ্তার লালমনিরহাটে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২জন বহিষ্কার, ১জনের এক মাসের কারাদণ্ড
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে ট্রাকের ধাক্কায় পোলান সরকার (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত পোলান সরকার পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের পোকরা মণ্ডলের ছেলে।

বানেশ্বর বণিক সমিতির সদস্য রমজান আলী জানান, পোলান সরকার বানেশ্বর হাটের একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

ভোরে একটি বেপরোয়া গতির ট্রাক রাজশাহী-ঢাকা মহাসড়ক দিয়ে বানেশ্বর হাট অভিমুখে আসছিল। ট্রাকটি পেছন দিক থেকে পোলানকে ধাক্কা দেয়।এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এ ঘটনায় পোলান ছাড়া আরও দুইজন আহত হন। এর মধ্যে পোলানের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এছাড়া আহত অপর দুইজনকে উপজেলা স্বাস্থকেন্দ্রে পাঠানো হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

জানতে চাইলে রাজশাহীর পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি (ঢাকা-মেট্রো ট-২৪-৫৪৭৯) আটক করেছে। তবে এর চালক ও হেলপার পুলিশ যাওয়ার আগেই পালিয়ে গেছেন। বর্তমানে তাদেরকে সনাক্তের চেষ্টা চলছে। আর এ ঘটনায় আহত পোলান সরকার রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। তবে তাদের ঠিকানা পাওয়া যায়নি।

তাই তারা আহতদের অবস্থা সম্পর্কেও জানার চেষ্টা করছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় মামলা হবে বলেও জানান পবা হাইওয়ে থানার এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.