লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩-এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল ২০২৩) উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাইনুদ্দীন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শামসুল আল্- আমীন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ইসমত আরা তুশি।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান, বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, উপজেলা ও ইউনিয়ন কমিটির সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।