নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারায় অবৈধ ভাবে ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া মৌজায় গোবিন্দপাড়া ইউনিয়নের ফসলি জমিতে পুকুর খননের সময় থানার হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগীতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালায়।এসময় পুকুর খননকৃত ভেকুর ড্রাইভার বাবু (২৯) কে হাতে নাতে ধরা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদল হাজির করা হলে সে নিজের দোষ স্বীকার করে। অবৈধ ভাবে ফসলি জমিতে পুকুর খননে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর ১৫ ধারায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী।জানা গেছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় এক শ্রেণী পুকুর ব্যবসায়ী স্থানীয়দের কাছে অল্প মূল্যে বেশী লাভের আশায় বিঘা চুক্তিতে কৃষি জমি লিজ নিয়ে পুকুর খনন করে ফসলি জমি নষ্ট করছে। এতে কৃষি জমির প্রকৃতি পরিবর্তন করে পুকুর বা দিঘি খনন করায় আবাদি জমির পরিমান কমে যাচ্ছে এবং চাষাবাদ হুমকীর মুখে পড়ছে। মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না। আইনের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ফসলি জমিতে চলছে পুকুর খনন।উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের পুকুর ব্যবসায়ী দেলবর হোসেন বোয়ালিয়া এলাকায় সড়ক ঘেঁষে ফসলি জামতে অবৈধ ভাবে পুকুর খনন করছে। খননকৃত পুকুরের মাটি ট্রাক্টর দিয়ে সড়কে চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। বিষয়টি স্থানীয়রা উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুদ রহমানের সহযোগিতায় অভিযান চালানো হয়।ভ্রাম্যমান আদালত ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী বলেন, অবৈধ পুকুর খননের সাথে সড়ক ঘেঁষে পুকুর খনন করার অভিযোগে অভিযান চালানো হয়েছে। একই সাথে অবৈধ ভাবে কোথাও পুকুর খনন করা হলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।