নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দ্যা রয়েল একাডেমিক কেয়ারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বেলা ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মোট ১ হাজার জন বিদায়ী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
এ সময় ডা. অর্ণা জামান বলেন, স্বপ্নটা অনেক বড় হতে হবে। লক্ষ্য স্থির রাখতে হবে এবং নিজের মনের কথা জানতে হবে মা-বাবার কথা শুনতে হবে। তবে জীবনে সাফল্য সুনিশ্চিত।
মা বাবার ফেলে রাখা স্বপ্নটা পূরণ করতে হবে। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা, শুভকামনা জানান তিনি।
অনুষ্ঠানে দ্যা রয়েল একাডেমি কেয়ারের পরিচালক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সায়েরা কাউসারী রাচি ও ম্যাট্রিক্স ম্যাথ কেয়ারের পরিচালক কাউসার হোসাইন কনক।