নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার ৯টি উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল জেলা পরিষদের সদস্যদের নিকট এই ঈদ সামগ্রী তুলেদেন।
অতিশীঘ্রই জেলা পরিষদের সদস্যবৃন্দ তাদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের মাঝে চাল, চিনি, সেমাই, পাউডার দুধ, ছোলার ডাল ও সোয়াবিন তেলের এই ঈদ উপহার বিতরণ করবে। সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে অসহায় মানুষের মাঝে আমরা এই ঈদ উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। জেলা পরিষদের সদস্যদের প্রতি আমার অনুরোধ, আপনাদের এলাকার অতি দরিদ্র মানুষের মাঝে এই ঈদ উপহার প্রদান করবেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী জেলা পরিষদ সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবে এবং জেলা পরিষদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
তাই আগামীতে আমরা সুযোগ পেলেই আবারো আপনাদের এলাকার দরিদ্র মানুষকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।