বাঘা প্রতিনিধি: জাতীদ্বিধা দ্বন্দ্বে ভুগবে এ রকম কোন কাজ করবো না। সংস্কৃতিকে ধরে রাখতে হলে আরো বড় করে নববর্ষ পালন করতে হবে। বসন্ত বিদায় নিয়েছে তার সব রূপ রঙ নিয়ে।
রাজশাহীর বাঘায় উৎসহ্ উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত অনুষ্টানে বক্তারা এ কথা বলেন।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃৃতিক অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
উপজেলা শিশু একাডেমী চত্বরে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, ওসি খায়রুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।
এদিকে উপজেলা সদর ছাড়াও আড়ানী পৌর এলাকা এবং উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পৃথকভাবে ১লা বৈশাখ উৎযাপন করেন।