পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে প্রায় ৮৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার মধ্যরাতের এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজশাহী বিভাগীয় উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে ঈশ্বরদীর মুলাডুলি রেলগেট এলাকায় অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট বসিয়ে সিগন্যাল লাইটের মাধ্যমে যানবাহনে সংকেত দিয়ে গাড়ি তল্লাশি চালাচ্ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
এসময় একটি প্রাইভেটকার সিগন্যাল অমান্য করে দাশুড়িয়ার দিকে দ্রত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের পিছু নেয় অধিদপ্তরের সদস্যরা।
এক পর্যায়ে দাশুড়িয়া-নাটোর মহাসড়কের খান মঞ্জিলের সামনে একটি মাটিবাহী ড্রাম ট্রাককে ধাক্কা মেরে গাড়ি থেকে দ্রুত লাফিয়ে অজ্ঞাতনামা দুজন লোক পালিয়ে যায়।
পরে প্রাইভেট কারটি তল্লাশি করে গাড়ির ব্যাকডালার নিচে তিনটি বস্তা থেকে প্রায় ৮৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাইভেট কারসহ গাঁজা জব্দ করে এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা করা হয়েছে।