নাহিদ ইসলাম,নিজস্ব প্রতিবেদক: “নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি” স্লোগানে রাজশাহীর পবা উপজেলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ চত্বরে দৃঢ় হোক বাংলা সংস্কৃতির ভীত যুগে যুগে বাঙ্গালীয়ানার জিত স্লোগানে বের হয় মঙ্গল শোভাযাত্রা।
শুক্রবার (১৪ এপ্রিল) পবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানার ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন নাহার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা হিসাব সংরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) রেহেনা আকতার, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।এছাড়াও গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে পন্য সামগ্রি নিয়ে স্টলে অংশ গ্রহণ করে পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সঞ্চিতা নারী কল্যাণ সংস্থা, বড়গাছী কুঠিপাড়া দুঃস্থ মহিলা কল্যাণ সমিতি, প্রতিভা বিকাশ কেন্দ্রের প্রতিনিধি, কিশোর কিশোরী ক্লাবের প্রতিনিধি, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান সামসুদ্দিন প্রাং,নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আয়েন উদ্দিন, সোনামণি সংগীত বিদ্যালয়ের পরিচালক কামরুজ্জামান, নারী নেত্রী রহিমা বেগম, আরএমপি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।