নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেলসাদপুর গ্রামের প্রায় শতাধিক অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ঈদের উপহার শাড়ি বিতরণ করেছেন সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট আদিবা আনজুম মিতা।
শনিবার দুপুরে গোদাগাড়ীর দেলসাদপুর গ্রামে ১০০ জন গরীব ও দুস্থ নারীদের মাঝে এই শাড়ী বিতরণ করা হয়। এটি যেন পবিত্র ঈদ-উল-তরের আনন্দের আগেই আরোএকটি আনন্দ। এমপি আতিবা আনজুম মিতার ঈদ উপহার পেয়ে অনেকেই হয়তো ভালো ভাবে ঈদ করতে পারবেন। ঈদে কষ্ট করে হলেও একটা নতুন শাড়ি কেনার সামর্থও নেই অনেকে পরিবারের। তাই গরীব-দুঃখী আর অসহায়দের কথা চিন্তা করে ১০০ নারীর মাঝে শাড়িবিতরণ করা হয়।
শাড়ি বিতরণের কালে এমপি মিতা বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সেজন্যই নারীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। এটাশুধু একটা শাড়ি নয় এর মাধ্যমে সবার সাথে আনন্দভাগাভাগি করে নেয়া।