November 24, 2024, 4:56 pm

News Headline :
রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে কোথাও স্থাপনা করতে না পেরে শেষমেস ভাঙারির দোকানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম রাজশাহীতে আলু ও তেলের দাম বাড়তি রাজশাহীতে ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বললো মহানগর ছাত্রদল প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার মতবিনিময় দেশের সকল ক্ষমতার মালিক হবেন জনগণ: ড. মুহাম্মদ ইউনূস রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন দালালের ফাইলে আগে সই করেন রাজশাহী পাসপোর্ট অফিসের ডিডি
কোয়ার্টার দখলের অভিযোগ খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে

কোয়ার্টার দখলের অভিযোগ খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব বুঝে না নিতেই এবার কোয়ার্টার দখলের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামে বদলিকৃত কর্মকর্তা শাকিলা নাসরিনের বিরুদ্ধে। এ নিয়ে শনিবার সকাল সাড়ে ১০টার সময় চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামে বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ঘটনাটি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার পর্যন্ত গড়ায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। উভয়ের অভিযোগ খতিয়ে হবে বলেও কর্মকর্তারা জানান।

আমনুরা খাদ্য গুদামের বর্তমান কর্মকর্তা শাব্বির আহম্মেদ জানান, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচী আওতায় ভিজিএফ বিনামূল্যে খাদ্য শষ্য সহায়তা পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গোডাইন থেকে বরাদ্দকৃত চাল লোডিং এর কাজ চলছিলো। এসময় সাকিলা নাসরিন তিনি এসে আমার কাজে বাধা প্রদান করাসহ লেবারদের সাথে খারাপ আচারণ করেন। তার মারমুখি আচরণ দেখে আমি প্রতিবাদ করি। এরই এক পর্যায় তিনি উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে খবর দেন। বর্তমানে তারা গুদামে অবস্থান করছেন এবং বিষয়গুলি খতিয়ে দেখছেন।কর্মকর্তা খন্দকার সাব্বির আহম্মেদ বলেন, বদলি হয়ে আসা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন আমনুরা খাদ্যগুদামে যোগদান করলেও তিনি এখনো দায়িত্বভার গ্রহণ করেননি। তিনি বলেন, সাকিলা নাসরিন আমার কাছে ৭ লাখ টাকা উৎকোচ দাবি করেছেন। এই টাকা তাকে না দিলে তিনি দায়িত্ব বুঝে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। সাকিলা তাকে বলেছেন আমাকে বদলি হয়ে আসতে ১২ লাখ টাকা খরচ করতে হয়েছে। তাই আপনি আমাকে ৭ লাখ টাকা দেবেন। অন্যথায় গুদামে চালের মজুদ ও অন্যান্য ক্ষেত্রে তারতম্যে ব্যাপক ফারাক রয়েছে বলে উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ করবেন। এছাড়া নানা ভয়ভীতি দেখিয়েছেন।

সাব্বির আহম্মেদ বলেন, আমি কোনো অনিয়মের সাথে জড়িত না। আমি কেন তাকে ৭ লাখ টাকা দেব। আমি দায়িত্ব হস্তান্তরে সব সময় প্রস্তত। অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্যগুদামে দেড় মাস পূর্বে বদলি হয়ে আসলেও ইচ্ছাকৃতভাবে দায়ীত্ব বুঝে নিচ্ছেন না খাদ্য পরিদর্শক সাকিলা নাসরিন।

এদিকে অফিস আদেশ ছাড়ায় গুদামের স্টাফ কোয়ার্ট দখলে নিয়ে বসবাস শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও কোয়ার্টটি পরিত্যাক্ত ঘোষানা করেছে গণপূর্ত বিভাগ রাজশাহী। বলা চলে একপ্রকার ঝুকি নিয়ে এবং জেদাজেদির মধ্যেই কোয়ার্টারে উঠেছেন সাকিলা।

এদিকে দায়ীত্ব বুঝে না নিয়ে উলটো বর্তমান খাদ্য পরিদর্শক খন্দকার শাব্বির আহম্মেদকে বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে সাকিলার বিরুদ্ধে। এনিয়ে ব্যাপক হট্টগোলের সৃষ্টিও হয়েছে যা আজও চলামানের একটি অংশ। সাকিলার দাবি গুদামে নিম্নমানের চাল ক্রয়, ওজনে কম এবং বস্তা পরিবর্তণ করে কোটি কোটি টাকা লোপাট করেছেন বর্তমান খাদ্য পরিদর্শক শাব্বির আহম্মেদ। এ কারণে ৭ লাখ টাকা না দিলে তিনি দায়ীত্ব বুঝে নিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শাব্বির আহম্মেদকে। তবে এ ব্যাপারে অভিযোগ করেছেন শাব্বির আহম্মেদ। যদিও অভিযোগটি তদন্তাধীন রয়েছে।জানা গেছে, আমনুরা খাদ্যগুদামের কর্মকর্তা খন্দকার সাব্বির আহম্মেদকে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বদলি করা হয়েছে। আর রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অধীন রাজশাহী মহানগর ওএমএস তদারকি কর্মকর্তা হিসেবে সংযুক্তি থাকা গোমস্তাপুর উপজেলার দেওপুরা এলএসডির খাদ্য পরিদর্শক সাকিলা নাসরিনকে আমনুরা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। গত ২ মার্চ একই আদেশে তাদের বদলি করা হয়। তবে এই দুই কর্মকর্তার কেউই এখন পর্যন্ত বদলিকৃত নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্বগ্রহণ করেননি। এঘটনায় সাকিলা নাসরিন বলেন, গুদামের প্রতিটি বস্তায় ১ কেজি থেকে ৫০০ গ্রাম ওজনে কম, নিম্নমানের চাল উচ্চ দরে ক্রয় এছাড়া বস্তা পরিবর্তণ সহ ব্যাপক তারতম্য রয়েছে।

কোয়ার্টার বরাদ্দের ব্যাপারে সাকিলা বলেন, আমি নিয়ম অনুসারে কোয়ার্টার বরাদ্দ পেয়েছি। এছাড়া কোয়ার্টারে মিস্ত্রি দিয়ে কাজ করানো হয়েছে। সেখানে এখন কোনো ঝুকি নেই। তিনি আরও বলেন, শাব্বির আহম্মেদ তিনি বস্থা পরিবর্তণ করছিলেন। এসময় বিষয়টি আমার নজরে আসলে প্রতিবাদ করি। এসময় তিনি মেইন গেটে তালা দিয়ে আমাকে অবরুদ্ধ করার চেষ্টা করছিলেন। পরে নিজের নিরাপত্তার সার্থে জেলা প্রশাসক ও থানা পুলিশে খবর দেয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক রাজি হোসেন হট্টগোলের সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এর আগে তারা পরস্পর অভিযোগ করেছেন এবং বিষয়গুলি তদন্তাধীন রয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি সাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.