May 24, 2025, 2:00 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা দায়ের
ঈশ্বরদীতে ২১ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

ঈশ্বরদীতে ২১ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।

এসময় তিনি বলেন, ‘উগ্র মৌলবাদ, জঙ্গি তৎপরতার প্রচেষ্টা অব্যাহত আছে। ১৯৭১ সালে যারা আমাদের এ মহান স্বাধীনতাকে মেনে নেয়নি, সেদিনেও তারা বিরোধীতা করেছিল, তাদের বংশধরেরা এখন আরও বেশি সংঘবদ্ধ।

তারা সুযোগ পেলেই মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের সরকারকে বিব্রত এবং মহান স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার ওই সব অপশক্তিকে দমিয়ে রেখেছে।

তবে দেশি বিদেশি প্ররোচনায় ওই অপশক্তি দেশের স্বাভাবিক অবস্থাকে দিগম্বর করার জন্য কাজ করে যাচ্ছে। এ অপশক্তি যাতে এদেশে শিকড় গাড়তে না পারে, সেজন্যসরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনগণ ও মুক্তিযুদ্ধের সব পক্ষ সচেতন রয়েছে।’

‘মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই স্লোগান নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতর পিইডিপি-৪ এর আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়।

ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টি এম রাহসিন কবিরের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন ঈশ্বরদী গার্ল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মুরাদ আলী মালিথা।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ল্যাপটপ বিতরণের ফলে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করা হলো।

প্রত্যেক বিদ্যালয়ে দুইজন করে শিক্ষককে আইসিটির উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষক এই প্রশিক্ষণের আওতায় চলে আসবে।

সরকারের যে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মণের টার্গেট রয়েছে, আজকের শিক্ষার্থীরাই সেই স্মার্ট বাংলাদেশ গড়বে। এ ক্ষেত্রে এসব ল্যাপটপ সহায়ক ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.