লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে মো. কাজল (২১) নামে এক যুবককে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৭ এপ্রিল ২০২৩) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মো. কাজল বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে নিজস্ব জমিতে ধান কাটার সময় অজ্ঞাত তিনজন ব্যক্তি এসিড ছুড়ে মেরে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, এসিডে আহতের মুখ ও শরীর এসিডে ক্ষতিগ্রস্থ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।