লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র (নতুন পোশাক) বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১৯ এপ্রিল) উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের হল রুমে ঈদবস্ত্র বিতরণ করা হয়। আমেরিকার ভার্জিনিয়ার ‘সেভাতে’ সিনিয়র কনসালটেন্ট প্রবাসী প্রকৌশলী আব্দুল মালেক মিন্টুর আর্থিক সহযোগিতায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন। এসময় বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল লতিব মাস্টার, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান সরকার, ইসমাইল হোসেন ভান্ডারি, আব্দুল মান্নান, দুলাল উদ্দীন,স্থানীয় সাংবাদিক সহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১শ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।