বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বাঘায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজ মাঠে এ নামাজ আদায় করা হয়। স্থানীয়দের আয়োজনে বাঘা শাহী মসজিদের ইমাম আশরাফুল ইসলাম এ নামাজের খুদবা দিয়ে ইমামতি করেন।
দুই রাকায়াত নামাজ শেষে সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া মোনাজাত থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা জন্য দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এই নামাজে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌর মেয়র মেয়র আক্কাছ আলীসহ স্থানীয় মুসল্লিরা।বাঘা শাহী মসজিদের ইমাম আশরাফুল ইসলাম বলেন, বৃষ্টি কামনা করে এই নামাজের আয়োজন করা হয়। উল্লেখ্য, রাজশাহীতে গত ৪ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে। ২১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহে পুড়ছে ফসলের খেত, ঝরে পড়ছে আম ও লিচু।