July 6, 2025, 8:11 pm

News Headline :
‘‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি’’: রাজশাহীতে নাহিদ বাগমারা আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান মোজাম্মেল এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ রাজশাহী প্রেসক্লাবের কথিত সভাপতি ‘জুলু’ সেনা অভিযানে গ্রেফতার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটিতে আওয়ামীলীগের দোসরদের অপসারনের দাবীতে স্মারকলিপি প্রদান রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন গোলাম মোস্তফা মামুন রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা দলের নেতাকে লাথি, এনসিপির রাজশাহীর যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি রথ মেলায় এবার যুবদল সদস্য সুইটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বরিশালে রিক্সা চালকদের মাঝে ছাত্রনেতা মাসুম’র রেইনকোর্ট বিতরণ
মোহনপুরে জোরপুর্বক জমি দখলের অভিযোগ

মোহনপুরে জোরপুর্বক জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-নওগাঁ মহসড়কের কেশরহাট সিটিসেল টাওয়ার এলাকায় অন্যের জমি জোরপুর্বক দখলের অভিযোগ উঠেছে। এবিষয়ে বাকশৈল মহল্লার মৃত কছির উদ্দিনের ছেলে আবদুল বারি নামের ভুক্তভুগি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার বাকশৈল মৌজায় জেএল ১১৭ এবং ২২৯ নম্বর খতিয়ানের ৩৫৩ দাগে পৈত্রিক সূত্রে ভোগদখল করে আসছিলেন আবদুল বারি। পরবর্তীতে ওই জমিটি সিএন্ডবি অধিগ্রহণ করে। এরপর সিএন্ডবির ব্যবহারের অবশিষ্ট জমি বারি দিং ভোগদখল করছিলেন। সম্প্রতি কেশরহাট পৌর এলাকার বাকশৈল মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে বাবুল হোসেন ওই জমিতে থাকা গাছপালা কেটে হঠাৎ জোরপুর্বক ঘর নির্মাণ শুরু করেন। খবর পেয়ে বারি বাধা দিতে গেলে বাবুল হোসেন ভয়ভীতি দেখিয়ে তাদের তাড়িয়ে দেন। বারি নিরুপায় হয়ে কেশরহাট পৌর মেয়রসহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এবিষয়ে জানতে চাইলে বাবুল হোসেন বলেন, ২০১৫ সালে ওই জমিটি আমার কেনা। যার খারিজ খাজনা পরিশোধ আছে। আমি অভিযোগকারি বারির আপন ভাগিনা। বারির হাফ শতাংশ জমি ছিল যা সিএন্ডবি অধিগ্রহণ করে নিয়েছে। আমার জমিটি গর্ত ছিল। কয়েক বছর ধরে তা মাটি ভরাট করেছি। বারির জমি বাদ রেখে আমার জমিতেই ঘর নির্মাণ করেছি। আমি কাউকে খয়ভীতি দেখায়নি এমন কি ঘর নির্মাণের সময় বারি ঘটনাস্থলে আসেননি। মিথ্যাভাবে অভিযোগ দিয়ে আমার সুনাম ক্ষুন্ন করা হয়েছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয় হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.