বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে প্রায় ৮ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে উপজেলার আড়ানি নূরনগর গ্রামের মৎস্যচাষী বজলুর রহমান বৃহসপতিবার (২৭ এপ্রিল) অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার সকালে পুকুরের মাছগুলো মরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুকুরে গিয়ে মরা মাছ ভেসে উঠতে দেখেন। এসময় পুকুরে তরল জাতীয় বিষের গন্ধ পান। পরে থানায় লিখিত অভিযোগ করেন।
বজলুর রহমানের দাবি, প্রতিবেশীদের সাথে পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতের যে কোন সময়ে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের মাছ নিধন করা হয়েছে।
গত ৩ মাস আগে উপজেলার আড়ানি ইউনিয়নের ঝিনা ভাটার দক্ষিণ পাশের পুকুরে সাড়ে ৪লক্ষ টাকার বিভিন্ন জাতের ৪২ মণ মাছের পোনা ছাড়েন।
এর মধ্যে ছিল-রুই,কাতলা,মৃগেল,সিলভার কার্প,ব্লাড কার্প,ব্রি গেড। প্রতিটি পোনা মাছের গড় ওজন ছিল ৮০০শ গ্রাম। সব মিলিয়ে তার পুকুরে ৬০ থেকে ৭০ মণ মাছ ছিল। বিষ প্রয়োগে মাছ নিধনের ফলে তার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বজলুর রহমান জানান, পুকুরে ভেসে উঠা মাছ-যে যার মতো পেরেছে ধরে নিয়েছে। তবে কিছু মাছ ধরে ৭৭ হাজার ৭৯০ টাকার মতো স্থানীয় আড়তে বিক্রি করছেন।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত)আাব্দুল করিম বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী বজলুর রহমান অজ্ঞাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।