নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ৩০নং ওয়ার্ড, চৌদ্দপায় গ্রামে গত ২৭ এপ্রিল ২০২৩ রাত আনুমানিক ৮:৫০ মিনিটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভুক্তভোগী মোঃ নূরুল ইসলাম ভ্ট্টুর বাড়িতে প্রতিপক্ষরা আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল ২০২৩ রাত আনুমানিক ৮:৫০ মিনিটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে, বাড়ির পাশে কিছু খরকুটাতে আগুন জ্বলতে দেখায় পাড়ার মানুষ বের হয়, তৎক্ষণাৎ আগুন নিভিয়ে ফেলে এতে করে কোন প্রকার ক্ষয়ক্ষতি হয় নাই।
এ বিষয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে দ্রুত এসে কোন প্রকার আগুন দেখতে পায়নি! তার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেছে।
ভুক্তভোগীর বাড়িতে বাড়ির মালিক থাকে না, সেই বাড়িতে ভাড়াটিয়া থাকে তার বক্তব্য যে আগুন লাগিয়েছে এরকম কাউকে দেখেনি তবে আগুন জ্বলতে দেখেছে! বাড়ির মালিক আগুন লাগাকে কেন্দ্র করে মতিহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা বাড়ির মালিকের কাছে আগুন লাগার বিষয়ে জানতে চাইলে বাড়ির মালিক বলেন, আমি মামুন নামের এক জনের কাছে জমি বিক্রি করায় ১৩ লাখ টাকা বায়না নিয়েছি এবং তিন মাস টাইম দিয়েছি। সে ছয় মাসেও আমার সঙ্গে বসেনি এবং দেখাও করেনি, ৬ মাস পরে আমি অন্য জনের কাছে আমার বাড়ি বিক্রি করে দেই এবং মামুন নামের ব্যক্তির কাছ থেকে ১৩ লাখ টাকা বায়না নিয়েছি, সেটা ফেরত দেওয়ার জন্য তাকে ডাকা হলে সে ভুক্তভোগীর কাছে আসেও নাই আবার সাক্ষাতও করে নাই, বায়না করা টাকার উপর ভুক্তভোগীর চেক ও স্ট্যাম্প মামুন নামের ব্যাক্তি নিয়ে রেখেছিল? তাই গায়ের জোরে ভুক্তভোগী মোঃ নূরুল ইসলাম ভ্ট্টুর নামে কোটে মামলাও করেন এবং কোটে কেস চলমান রয়েছে।
কেস চলা অবস্থায় মামুন নামের ব্যক্তি ভুক্তভোগী মোঃ নূরুল ইসলাম ভ্ট্টুকে মুঠোফোনে এবং লোক মারফতে তাকে জান ও প্রানে মেরে ফেলার হুমকি দেয়। তাই আল মামুন (৪৫) এবং রানী খাতুন (৩৫) এই দুইজনকে সন্দেহ করে আমার নিরাপত্তার কথা ভেবে নগরীর মতিহার থানায় লিখিত অভিযোগ করেছি।
এদিকে গণমাধ্যমকর্মীরা ফায়ার সার্ভিসের সাক্ষাৎকার নিলে ফায়ার সার্ভিস বলে, আমরা ঘটনা স্থলে গিয়ে কোন প্রকার আগুন দেখতে পাইনি বাড়িতে তালা মারা ছিল। তবে আগুন লাগার নমুনা পেয়েছি। ঘরের তালা ভেঙ্গে ভিতরে দেখেছি, কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে তারা বলেন কোন ক্ষয়ক্ষতি হয় নাই।
এ বিষয়ে মামুনের মুঠোফোনে কল করলে মামুন বলেন, মোঃ নূরুল ইসলাম ভ্ট্টু ভুক্তভোগী হয়ে আমাকে ফাসানোর চেষ্টা করছে। আগুন লাগার বিষয়ে আমি অবগত নয়। এটা সর্ম্পুন্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।