November 16, 2025, 4:57 am

৪১৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ছেড়ে গেছে হজের প্রথম ফ্লাইট

৪১৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ছেড়ে গেছে হজের প্রথম ফ্লাইট

নিউজ ডেস্ক: ৪১৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ছেড়ে গেছে হজের প্রথম ফ্লাইট। মঙ্গলবার (২৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ওসমানী বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিজি-৩১৩১ যোগে জেদ্দার উদ্দেশে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে।
তিনি বলেন, গত ৫ জুন বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায়।

সেদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১০ জন যাত্রী নিয়ে বিমানের ওই ফ্লাইটটি যাত্রা করে।

জানা গেছে, এবার সিলেট থেকে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে।

যে ফ্লাইট দুটিতে শুধু হজযাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি যাবে জেদ্দায়। আগামী ৩০ জুন সিলেট থেকে হজের দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করা হবে।

 

আই:না

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.