বাগমারা প্রতিনিধি: প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় রাজশাহীর বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্র্রদায়ের ১০ জন শিক্ষার্থীকে একটি করে বাই সাইকেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম. আবু সুফিয়ান।এ সময় বাগমারা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সমরেশ কুমার সরকার উপস্থিত ছিলেন। ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীরা যেন লেখাপড়া থেকে ঝরে না পড়ে সে কারনে তাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। বাই সাইকেল পেয়ে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীরা অনেক উচ্ছ্বসিত।