November 17, 2025, 9:15 am

যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতিকে কুপিয়ে হত্যা

যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতিকে কুপিয়ে হত্যা

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনি (৫২) খুন হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর শহরের চোপদারপাড়া আকবারের মোড় এলাকায় তার বাসভবনের সামনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

যশোর নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, বেলা ১২টার দিকে ধনি তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ করেই তার ওপরে আক্রমণ করে। তারা ধারাল অস্ত্র দিয়ে ধনির কোমরের নিচ থেকে পা পর্যন্ত বেশ কয়েক জায়গায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট এন কে আলম বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.