June 29, 2025, 2:53 am

News Headline :
রাজশাহীতে প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা দলের নেতাকে লাথি, এনসিপির রাজশাহীর যুগ্ম সমন্বয়কারীকে অব্যাহতি রথ মেলায় এবার যুবদল সদস্য সুইটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বরিশালে রিক্সা চালকদের মাঝে ছাত্রনেতা মাসুম’র রেইনকোর্ট বিতরণ বিভাজন নয়, সাংবাদিকতা হোক একতার হাতিয়ার রাজশাহীর তাহেরপুরে এক শিশুকে গণধর্ষণ গণ-অভ্যুত্থানের বছরপূর্তিতে মাসব্যাপী আয়োজন রাজশাহীতে বেহুশ গ্রুপের খপ্পরে নারী, হারালেন স্বর্ণালঙ্কার ও টাকা বাগমারায় কৃষিজমিতে অবৈধ পুকুর খনন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন জমকালো আয়োজনে রাজশাহী শাহমখদুম থানা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বাঘায় ঝড়ে ভেঙ্গে গেছে ২০০ বছরের পুরনো বট

বাঘায় ঝড়ে ভেঙ্গে গেছে ২০০ বছরের পুরনো বট

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া-বাঘা সড়কের পাকুড়িয়া বাজারে ২০০ বছরের পুরাতন একটি বট গাছ ভেঙ্গে গেছে। রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হটাৎ বটগাছটি ঝড়ে ভেঙ্গে পড়ে। তারপর থেকে চলাচলকারী মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

জানা যায়, উপজেলার পাকুড়িয়া-বাঘা সড়কের পাকুড়িয়া বাজারে ২০০ বছরের আগে কে বা কারা বটগাছ রোপন করেন। এই গাছটি ঝড়ে ভেঙ্গে বাজারের কয়েকটি দোকান ও রাস্তার উপর পড়ে। তারপর থেকে চলাচলকারী মানুষ চরম দুর্ভোগে পড়েছে।পাকুড়িয়া গ্রামের আশরাফ আলী বলেন, আমার বয়স এখন ৭০ বছর। ছোট বেলা থেকে দেখছি বট গাছটি এ রকমের ছিল। এছাড়া দাদার কাছে থেকে শুনেছি, গাছটি তখনও এমন ছিল। তা থেকে ধারনা করা যায় গাছটির বয়স প্রায় ২০০ বছর। সোমবার সকালে পাকুড়িয়া থেকে বাঘার দিকে আসার সময় দেখি গাছটি রাস্তার উপর উপড়ে পড়ে আছে।

পাকুড়িয়া গ্রামের ভ্যান চালক তরিকুল ইসলাম বলেন, চারজন যাত্রী নিয়ে বাঘার দিকে যাচ্ছিলাম। পথে দেখি গাছটি রাস্তার উপর পড়ে আছে। অন্য রাস্তা দিয়ে ঘুরে যাত্রীদের পৌছে দেওয়া হয়েছে।

বটগাছটি সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান, পাকুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ। উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, গাছটির বয়সের কারনে ক্ষয় হয়ে ভেতরে ফাঁপা হয়ে গেছে। একটু জোরে হয়ে যাওয়া বাতাস সহ্য করতে না পেরে ভেঙ্গে গেছে। তবে এ ঝড়ে আম ও অন্য ফসলের তেমন কোন ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.