চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ পুলিশের এএসআই স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর হেলার উদ্দীনের বিরুদ্ধে। এ নিয়ে থানায় মামলা করেছেন বাঘা থানায় কর্মরত সহকারী উপ-পরদির্শক (এএসআই) নাসরিন আাক্তার। পরে ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপর ১২টার দিকে পৌর এলাকার চেয়ারম্যান পাড়া মহল্লায় কাউন্সিলর হেলাল উদ্দীনের বাড়িতে। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে নাসরিন আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে পুলিশ।নাচোল থানার ওসি মিন্টু রহমান বলেন, কাউন্সিলর হেলাল উদ্দীনের স্ত্রী পুলিশ কর্মকর্তা নাসরিন পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে তাকে উদ্ধারে সহায়তা চান। খবর পেয়ে থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত নাসরিন থানায় মামলা দায়ের করেছেন। দুপুরেই কাউন্সিলর হেলাল উদ্দীনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওসি আরও বলেন, প্রায় ছয় বছর আগে বিয়ে হয় নাসরিন ও হেলাল উদ্দীনের। তাদের সংসারে দুটি সন্তানও রয়ছে।