November 26, 2024, 7:26 pm

News Headline :
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী নিহত চট্টগ্রামে চিন্ময় সমর্থক-পুলিশ সংঘর্ষ লালপুরে সড়কে ঝড়ল ২ প্রাণ রাজশাহীতে এক ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার কারাগারের সামনে থেকে এমপি পুত্রকে তুলে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি অবৈধ দখলদার বুলবুল-হিটলার গংদের আড়াই মাসে কয়েক লক্ষ টাকা ঘাপলা সীমাহীন দূর্নীতির পরও বহাল তবিয়তে মোহনপুরের ইউএনও আয়শা সিদ্দিকা রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে কোথাও স্থাপনা করতে না পেরে শেষমেস ভাঙারির দোকানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য
বাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

বাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় গত রোববার রাজশাহীর বাগমারায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো এই পরীক্ষা।

চলতি বছর বাগমারায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে এসএসসির ৬টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ৩টি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।বাগমারায় রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১১টি কেন্দ্রে অংশ নেয় ৬ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় ৪ হাজার ৬৬৫ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ৯৭৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৬০৭ জন। তবে প্রতিটি কেন্দ্রে দু-এক জন করে পরীক্ষার্থী অনুপস্থিত থাকছেন। পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত।

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ভবানীগঞ্জ সরকারী বালক বিদ্যাল, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল মহুমুখী উচ্চ বিদ্যালয়, সাকোঁয়া উচ্চ বিদ্যালয়, তাহেরপুর উচ্চ বিদ্যালয় এবং তাহেরপুর রিভারভিউ বালিকা বিদ্যালয়।এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা হচ্ছে ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ এবং হাটগাঙ্গোপাড়া বি.এম কারিগরি কলেজ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, বাড়িগ্রাম দাখিল মাদ্রাসা এবং তাহেরপুর ফাজিল মাদ্রাসা।

সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার পরিবেশ অনেক সুন্দর। আমাদের কেন্দ্রে ৮৬৩ জন শিক্ষার্থী দ্বিতীয় দিনে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।

তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব জবান আলী বলেন, উপজেলা সদরের বাইরে হলেও শান্তিপূর্ণ ভাবে এই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের কঠোর নজরদারীর কারণে অবৈধ ভাবে পরীক্ষার হলে কোন কিছু করার সুযোগ নেই। কেউ অবৈধ পন্থা অবলম্বন করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ দূরুত্ব পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কেন্দ্রে গুলোতে একজন করে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করছেন। পরীক্ষা চলাকালীন সময়ে তারা সর্বদায় কেন্দ্রের সার্বিক বিষয়ে নজর রাখছেন। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য এর আগে ২০২১ সালে মাত্র ৩টি বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই সাথে ২০২২ সালে এসে ৯ বিষয়ে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। অন্যদিকে এবছর সকল বিষয়ে এবং পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.