বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা-ঈশ^র্দী মহাসড়কের দুই ধারে ১৫ কিমি সজনের ডাল রোপনের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২ মে) এর উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান।
জানা যায়, পুষ্টির ঘাটতি পূরণের জন্য উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় মীরগঞ্জ থেকে লালপুর সীমানা পর্যন্ত বাঘা-ঈশ^র্দী মহাসড়কের দুই ধারে স্থানীয়ভাবে সজনের ডাল সংগ্রহ করে ১৫ কিমি এলাকা রোপন হচ্ছে। মঙ্গলবার ১ হাজার ৫০০ টি ডাল রোপন করা হয়েছে। বুধবার আরো ১ হাজার ৫০০ ডাল রোপন করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, সজনে একটি জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি। দেশের প্রায় সব জায়গায় সজনের চাষ হয়। সজনের পাতা, ফুল ও অপরিপক্ব ফল সবজি হিসেবে ব্যবহৃত হয়। সজনে ভিটামিন এ, ভিটামিন সি এবং খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রনসমৃদ্ধ সবজি।
তিনি বলেন, পাঁচ বছর বয়সী প্রতিটি গাছে ৪০-৬০ কেজি সজনে পাওয়া যাবে। সজনে উঁচু ও সুনিষ্কাশিত বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটিতে ভাল হয়। রোপন করা সজনে গাছে আগামী জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ক্রমাগতভাবে ফুল আসবে।
সজনের ডাল রোপনের উদ্বোধনের সময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার।