নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাস চাপায় সিএনজি অটোরিকশা আরোহী ও পথচারীসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। উপজেলার ভাইয়ারদিঘি এলাকায় সোমবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যু হযেছে। এদের মধ্যে কুমিল্লায় সাংবাদিকসহ ৫ জন, মানিকগঞ্জে তিন মোটরসাইকেল আরোহী, টাঙ্গাইলে খালা-ভাগ্নি, বরিশালের গৌরনদীতে দুজন, খুলনায় নারীসহ দুজন, নেত্রকোনার দুর্গাপুর ও দিনাজপুরে দুই পথচারী, নাটোরের সিংড়ায় ব্যবসায়ী, টাঙ্গাইলের মধুপুরে শিশু, চুয়াডাঙ্গায় দুজন, বাউফলে আওয়ামী লীগ নেতা, বরিশালের উজিরপুরে ভ্যানচালক, সিদ্ধিরগঞ্জে পিকআপ চালক, বগুড়ার সোনাতলায় সংবাদকর্মী, রংপুর ও ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই যুবক, রাজশাহীর দুর্গাপুরে বৃদ্ধ, যশোরের অভয়নগরে একজন, ময়মনসিংহের ভালুকায় এক ব্যক্তি, নওগাঁর রানীনগরে পুলিশ সদস্য, মানিকগঞ্জের সিংগাইরে প্রবাসী, সিলেটের গোলাপগঞ্জে শিক্ষার্থী এবং রাজধানীর পোস্তগোলায় একজন রয়েছে। এসব দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : নিহতদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্যে সিএনজি চালক ও এক দম্পতি রয়েছেন। নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক ইসমাঈল (৫০), অটোরিকশা যাত্রী বিশ্বজিৎ সেন (৪৫), তার স্ত্রী রুপা সেন (৪২), শুভ ধর (২৭), রেজাউল করিম রফিক (৫০) ও সাব্বির হোসেন (১৮)। তাদের সবার বাড়ি পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে। চালক শুরু থেকেই দ্রুত গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। যাত্রীরা তাকে বারবার বারণ করেন এত দ্রুত গতিতে গাড়ি না চালাতে। কিন্তু চালক তা কানে তোলেননি। ঘাতক বাস চালক পালিয়ে গেছে।
কক্সবাজার ছেড়ে আসা রিলাক্স পরিবহণের একটি চেয়ারকোচ মহাসড়কের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ভাইয়ারদিঘী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একইমুখী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। দুর্ঘটনার এক পর্যায়ে যাত্রীবাহী বাসটি উলটে খাদে পড়ে যায়।
কুমিল্লা ও দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় সাংবাদিকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জিঙ্গলাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মেইনগর গ্রামের আব্দুল হকের ছেলে রাসেল প্রদান, কৈই গ্রামের শালু মিয়ার ছেলে মো. শরীফ ও তাফসীর। রাসেল কুমিল্লার স্থানীয় দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।
এদিকে মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা রোববার কোটবাড়ি বিশ্বরোডে নিহত হয়েছেন। তারা হলেন জেলার বরুড়া উপজেলার নবীপুর গ্রামের মাকসুদুর রহমান ও তার ভাতিজা ইতালি প্রবাসী ফাহাদ।
মানিকগঞ্জ : দুদিনে মানিকগঞ্জে পৃথক তিনটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিন আরোহী। নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার চরগেন্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুলাহ আল আমিন (৪৫), ধামরাই উপজেলার টুপের বাড়ি এলাকার জুবায়ের (১৪) এবং সিংগাইর উপজেলার চর নয়াডিঙ্গী গ্রামের আব্দুল লতিফের ছেলে হাজি মিয়া (২৬)।
টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের ধাক্কায় মঙ্গলবার সিএনজি চালিত অটোরিকশার যাত্রী খালা-ভাগ্নি নিহত হয়েছে। নিহতরা হলেন, নাটোর জেলার নলডাঙ্গা থানার কাঠুয়াজানি গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে মৌসুমী (৩৫) ও নাতনি জামালপুর জেলার টেংকি মারি গ্রামের রেজাউলের মেয়ে রিয়া মনি (৫)।
গৌরনদী (বরিশাল) : বরিশালের গৌরনদীতে মঙ্গলবার ঢাকাগামী বিএমএফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী তেলের লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোক্তার হোসেন (৫০) নামে এক লরির চালক নিহত ও বাসের চালকসহ ১০ যাত্রী আহত হয়েছে। অপরদিকে, বরিশালের উজিরপুরে অজ্ঞাতনামা গাড়ির চাপায় আলমগীর হোসেন হাওলাদার (৫১) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।
খুলনা : খুলনায় তিন দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। মোটরসাইকেলের ধাক্কায় নিহত ব্যক্তির নাম খাদিজা বেগম। এর আগে নগরীর হরিণটানা থানা এলাকার হোগলাডাঙ্গা মোইন রোডে সড়ক দুর্ঘটনায় মো. রাজু নামে এক যুবক মারা যায়।
নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে মোটরসাইকেল ধাক্কায় আব্দুল হক (৬৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর : দিনাজপুর-রংপুর মহসড়কের দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে নুর আলম (২৮) নামে এক পথচারী।
সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে হাবিবুর রহমান (৪০) নামের এক মিষ্টি ব্যবসায়ী নিহত ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছে।
মধুপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মধুপুরে ঈদের দিনে ট্রাক চাপায় পড়ে শরীফ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার টঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে ।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ঈদের দিন পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার জাফরপুর গ্রামের মৃত খোকা আলীর ছেলে ফরজ আলী (৭০) ও দামুড়হুদার সড়াবাড়ীয়া গ্রামের আবদুল গনির ছেলে এনামুল হক (২০)।
বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আলী হাওলাদার (৬০) নিহত হয়েছেন। সোমবার রাতে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় শেবাচিম হাসপাতালে তিনি মারা যান।
বরিশাল ও উজিরপুর : বরিশালের উজিরপুরে বাসের চাপায় মো. আলমগীর হাওলাদার নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি বাসের ধাক্কায় আব্দুর রহমান (৫৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।
বগুড়া : বগুড়ার সোনাতলায় অটো রিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কাজী হাবিবুর রহমান হাবিব (৪৬) নামে সংবাদকর্মী নিহত হয়েছেন।
রংপুর : রংপুরে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নগরীর পাকারমাথা এলাকায় রোববার এ দুর্ঘটনা ঘটে।
গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক্টর লড়ির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে রিফাত (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে মোটরসাইকেলের ধাক্কায় কুলাগড়া ইউনিয়নের নলজোড়া গ্রামের আব্দুল হক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
অভয়নগর (যশোর) : অভয়নগর উপজেলার ভৈরব সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সোবহান মোল্যা (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) : ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা নামক স্থানে সোমবার মোটরসাইকেল চাপায় নেওয়াজ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত ও মোটরসাইকেলের ৪ আরোহী আহত হয়েছেন।
রানীনগর (নওগাঁ) : নওগাঁর রানীনগরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহিন আলম (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে লেগে মাথায় আঘাত পেয়ে গাজীউর রহমান (২৩) নামের এক সদ্য প্রবাসফেরত যুবকের মৃত্যু হয়েছে।
গোলাপগঞ্জ (সিলেট) : সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লামিশা জান্নাত (১০) নামের ওই শিক্ষার্থী উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের নোমান আহমদের মেয়ে।
রাজধানীতে ব্যবসায়ীর মৃত্যু : রাজধানীর পোস্তগোলা সেতুতে মঙ্গলবার গ্রীনলাইন পরিবহণের একটি বাসের ধাক্কায় সাইফুল ইসলাম জুয়েল (৪৪) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দুপুর পৌনে ২টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে কনের বাড়িতে যাওয়ার সময় যাত্রীবোঝাই বাস উল্টে নারী, শিশুসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন। ঈদের দিন ঘটনাটি ঘটেছে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রামের রেলগেট এলাকায়। তাৎক্ষণিক এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উল্টে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।