January 15, 2026, 2:31 am

News Headline :
তদন্তে সব স্পষ্ট, তবু ফাইলবন্দি শাস্তি—পুঠিয়ায় বিচারহীনতার ভয়াবহ নজির! গোদাগাড়ীতে মিথ্যা মামলা হামলার প্রতিবাদে মানববন্ধন রাজশাহীতে দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা লালমনিরহাটে সীমান্ত ব্যাংক ও ১৫ বিজিবি’র শীত বস্ত্র বিতরন তদন্তের নির্দেশ উপেক্ষিত, বহাল তবিয়তে কর্মকর্তা: তালবাহানার উত্তর রাজশাহীতে ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কাগজে সরকারি টাকা চুরি! শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী গ্রেপ্তারের প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পবায় দলিল লেখক সমিতির দোয়া মাহফিল হাতীবান্ধায় ওসি’র সাথে আ’লীগ নেতার গোপন বৈঠক,তদন্ত কমিটি গঠন
বাঘা থেকে ৪৪০ কেজি গুটি আমের প্রথম চালান যাচ্ছে হংকং ও ইতালি

বাঘা থেকে ৪৪০ কেজি গুটি আমের প্রথম চালান যাচ্ছে হংকং ও ইতালি

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা থেকে ৪৪০ কেজি আমের প্রথম চালান হংকং ও ইতালিতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) গাছ থেকে আম নামিয়ে প্যাকেজিং করে ঢাকার আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে এই আম পাঠানো হচ্ছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের আম উৎপাদনকারী প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম ছানা বলেন, এটা গুটি প্রজাতির আমের এবার এই প্রথম হংকং ও ইতালি যাচ্ছে। এটি আগাম জাতের আম। খেতেও খুব ভালো এবং স্বাদের। এ আম স্থানীয় হিসেবে চাহিদা বেশি। প্রথম হিসেবে ৩০০ কেজি ইতালি এবং ৭০ কেজি পাকা ও ৭০ কেজি কাচা আম হংকং এ রফতানি করা হয়েছে। এছাড়া ঢাকা সুপারসপ ইউনিস্মার্ট মার্কেটে আম পাঠানো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এ আম দেশি গুটি জাতের চোষা আম। এ আম রপ্তানির জন্য বেশ ভালো। খেতেও খুব সুস্বাদু। শুরুতে গুটি জাতের আম ইতালিতে প্রেরণ করা হয়েছে। আশা করছি, আগামীতে আরও রপ্তানি করতে পারবো। তবে এ বছর হেক্টর প্রতি ১৩ দশমিক ২০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এদিকে জাতভেদে গুটি আম গাছ থেকে নামানো শুরু হবে ৪ মে, গোপালভোগ ১৫ মে, লক্ষ্মণভোগ ,লখনা, রাণী পছন্দ ২০ মে, হিমসাগর অর্থাৎ খিরসাপাত ২৫ মে, ল্যাংড়া ৬ জুন আমরুপালী ও ফজলি ১৫ জুন, আরশিনা ও বারী-৪ ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই, ইলামতি ২০ অগাস্ট, কাঠিমন ও বারি-১১ সারা বছর সংগ্রহ করা যাবে।

এ বিষয়ে ৩ মে আম ব্যবসায়ী, কুরিয়ার সার্ভিস প্রতিনিধি, ফল গবেষণা প্রতিনিধি এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে আয়োজিম এক সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, চলতি মৌসুমে আম ৪০ কেজিতে মণ হবে। এ বিষয়ে ইউএনও ও ওসি বলে রাখবো। কোথাও বেশি ওজনে আমের মণ হবে না।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.