নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ১৩৯ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা পৃথক কয়েকটি প্রজ্ঞাপনে এ রদবদলের নির্দেশ দেওয়া হয়।
পৃথক তিনটি প্রজ্ঞাপনে ২৩ জন, ২৫ জন ও ৯১ জনকে একযোগে বদলির আদেশ দেন তিনি। এ সময় জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকরেরও কথা বলা হয়।
এদিকে, যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর) হারুন অর রশিদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়।