November 27, 2024, 12:45 am

দুর্গাপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে লক্ষাধিক টাকার সরকারি গাছ কাটার অভিযোগ

দুর্গাপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে লক্ষাধিক টাকার সরকারি গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে রাতের আঁধারে সরকারি রাস্তার লক্ষাধিক টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। বাবুল হোসেন নামের ওই শিক্ষক রাজশাহী নগরীতে বসবাস করলেও দুর্গাপুর উপজেলার নওপাড়া এলাকার ডাঙ্গাপাড়ায় পৈত্রিকসূত্রে পাওয়া জমি ভরাট করতে গিয়ে বৃহস্পতিবার রাতে গাছগুলো কেটে নেন।

কেটে নেয়া গাছ গুলোর মধ্যে রয়েছে, ৫টি আমগাছ ও ৩টি রেইনট্রি কড়াই গাছ। সরকারি রাস্তার পাশে থাকা এই গাছ গুলোর কারনে তিনি জমি ভরাট করতে পারছিলেন না। গাছগুলো দামি হওয়ায় লোভ সামলাতে না পেরে গত বৃহস্পতিবার রাতের আঁধারে গাছ গুলো কেটে নিয়েছেন কলেজ শিক্ষক বাবুল হোসেন।জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক বাবুল হোসেন বলেন, গাছগুলো কাটা আমার ভুল হয়েছে। বিষয়টি নিয়ে যাতে বাড়াবাড়ি না হয় সে জন্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও কয়েকজন সাংবাদিককে ম্যানেজ করেছি। সবকিছু মিটমাট হয়ে গেছে।

তিনি আরও বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টির দায়িত্ব নিয়েছেন। প্রয়োজনে তার সাথে যোগাযোগ করুন।নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম শফি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ইউএনও স্যারকে জানানোর জন্য ফোন দিয়েছিলাম। আগামীকাল (রোববার) অফিসিয়ালি বিষয়টি জানাবো।

উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এলাকাবাসী মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানিয়েছে। রোববার অফিসে গিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.