নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন পরিষদে শিশু কল্যাণে বাজেট বরাদ্দ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে, শিশু ও যুব ফোরাম আয়োজিত,গোদাগাড়ী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায়।রিশিকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলুর সভাপতিত্বে শিশু কল্যাণে বাজেট বরাদ্দ পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক।
বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এপি ম্যানেজার প্রেরণা চিশিম, প্রোগ্রাম অফিসার শ্যমল এইচ কস্তা প্রমূখ।সভা শেষে শিশুদের কল্যাণে বাজেট বরাদ্দ চেয়ে ইউপি চেয়ারম্যান ও প্রধান অতিথির হাতে শিশু ও যুব ফোরামের সদস্যরা একটি স্বারকলিপি তুলে দেন। এ প্রসঙ্গে রিশিকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু বলেন, শিশুদের শিক্ষা,স্বাস্থ্য ও শিশু সুরক্ষায় আগামী অর্থ বছরে একটা বাজেট রাখা হবে। সেই থেকে শিশুদের অনুমতিক্রমে তাদের কাজেই ব্যয় করা হবে নিশ্চিত করেন।
বক্তারা বলেন, শিশুদের যাতে করে তাদের নিরাপত্তায় থাকে এই জন্য আমাদের যা যা করা দরকার থাই করতে হবে।তা হলেই আজকের শিশুরাই আগামী দিনের সুনাগরিক হিসাবে গড়ে উঠবে।