বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় পদ্মার চরে মোজাম্মেল হকের ঘর সিঁধ কেটে আবারও চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মে) রাতে কে বা কারা সিঁধ কেটে চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে।
জানা যায়, কালিদাসখালী চরের আবদুল খালেক মোল্লার ছেলে মোজাম্মেল হক মোল্লা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে চোরেরা ঘরের সিঁধ কেটে নগদ দুই হাজার টাকা ও মালামাল, জামাকাপড় চুরি করে নিয়ে যায়।
একই কায়দার ২২ এপ্রিল রাতে পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের জায়েদ আলী ব্যাপারি ঘরে সিঁধ কেটে ৫ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।
কালিধাসখালী চরের বাড়ির মালিক মোজাম্মেল হক বলেন, সারাদিন পরিশ্রম করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এই সুযোগে সিঁধ কেটে চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছি।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার বলেন, এর আগেও এই চরে একাধিকবার একইভাবে চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনকে অবগত করা হলেও চোরকে চিহৃত করতে পারছেনা।
বাঘা থানার (ওসি) খায়রুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।