বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ১৪ নং হামিরকুৎসা ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট স
উন্মুক্ত বাজেট সভা উপলক্ষে বুধবার সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব তোফাজ্জল হোসেন সরদার।উক্ত বাজেট অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জহির উদ্দীন, আব্দুল জব্বার, আসাদুজ্জামান, ইউপি সদস্য আসলাম আলী সান্টু, জেকের আলী, নাজমুল ইসলাম, বাচ্চু খান, আব্দুল কুদ্দুস, জাহেরুল ইসলাম, মাতাহাব আলী, ডালিম হোসেন, সাদিকুর রহমান, জেহেনা বেগম, শাহিদা বেগম, কামরুন্নাহার, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমুখ।আলোচনা শেষে ১ কোটি ৮ লাখ ৬ হাজার ২২০ টাকা আয় এবং সমপরিমান অর্থ ব্যয় দেখিয়ে ১৪ নং হামিরকুৎসা ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন, ইউপি সচিব তোফাজ্জল হোসেন সরদার।
বাজেট সভায় ইউপি সদস্যসহ ইউনিয়নের জনসাধারণ উপস্থিত ছিলেন।