নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় মিষ্টি প্রস্তুতকারকদের সাথে খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৭ মে) দিনব্যাপী পৌর শহরের একটি রেস্টুরেন্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে Strengthening the Inspection, Regulatory and Coordinating Function of the Bangladesh Food Safety Authority (STIRC) প্রকল্পের আওতায় মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিক/ ব্যবস্থাপক/ কর্মকর্তা/ খাদ্য কর্মীদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্যভোগ ও ভোক্তা অধিকার) এবং প্রকল্প পরিচালক রেজাউল করিম (যুগ্ম সচিব)।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঞ্জুর মোর্শেদ আহমেদ, সদস্য( জনস্বাস্থ্য ও পুষ্টি)।
এছাড়া প্রশিক্ষণে JICA-STIRC Project Team Leader আতসুসি কোইয়েমা, নিরাপদ খাদ্য অফিসার নওগাঁ চিন্ময় প্রামানিকসহ সংশ্লিষ্টরা প্রশিক্ষণে অংশ নেন।