নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীতে দিনব্যাপী ‘ওয়ার্কসপ অন ইনড্রাসটিয়াল ইনিশিয়াটিভ’স ফর সেভ এন্ড কোয়ালিটি আয়ুর্বেদিক মেডিসিন প্রোডাক্ট’ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন ও মেডিসিন প্লান এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে বুধবার বেলা ১১টায় রাজশাহী নগরীর মধুবন হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্সের সাবেক সভাপতি শিবব্রত রায়ের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক মাখনুওন তাবাসসুম।
কর্মশালায় আলোচক হিসাবে ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফার্মেসী বিভাগের প্রফেসর ড. গোলাম ছাদিক, প্রাণরসায়ন বিভাগের প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন, বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশনের মহাসচিব ডা. মোস্তফা নওশাদ জাকী, বাংলাদেশ আয়ুর্বেদ মেডিসিন ম্যানুফ্যাকচারার্সের বিভাগীয় প্রধান মঈন উদ্দিন রুবেল।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আয়ুর্বেদ মেডিসিন ম্যানুফ্যাকচারার্স-এর সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। প্রশিক্ষক হিসাবে ছিলেন, রাবির রসায়ন বিভাগের প্রফেসর ড. সাহেদ জামান। কর্মশালাটি পরিচালনা করেন বামার বিভাগীয় প্রধান আনন্দ কুমার প্রামানিক।
কর্মশালায় বক্তারা বলেন, আমরা সামান্য লাভের আশায় ওষুধে ভেজাল মেশাবো না। আমাদের তৈরি ওষুধের গুনগুত মান ঠিক রাখবো। বক্তরা বলেন, অনেকেই কিছু লাভের আশায় অসাদুপন্থা অবলম্বন করেন। অসাদু উপায়ে তৈরি করা মেডিসিন সেবনে যদি কারো ক্ষতি হয় সেই দায়ভার এসে পড়ে আমাদের সবার উপর। আমরা যারা নিষ্ঠার সাথে কাজ করছি তাদের সতর্ক থাকতে হবে। আমরা কেউ নিয়মবর্হিভুতভাবে কোনো কাজ করবো না, তেমনি কেউ করলে বাধা দিবো। কারণ আয়ুর্বেদিক মেডিসিন আদিকাল থেকেই মানুষের আস্থা, গ্রহণযোগ্য অর্জন করে আসছে। এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই।