নাটোর প্রতিনিধি: নাটোরে নির্ধারিত সময় অনুযায়ী কেমিকেলমুক্ত নিরাপদ ফল নিশ্চিত করতে গোপালভোগ আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ৯ টার দিকে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্তনগর গ্রামে গোপলভোগ আম বাগানে এই কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
আম ব্যাবসায়ীরা জানান, এবার আমের ফলন ভাল এবং বাজারও ভাল জন্য তারা লাভবান হবেন।
এসময় অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, আম ব্যবসায়ী কামরুজ্জামান রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।