November 27, 2024, 10:56 am

রাজশাহীতে ‘বিশ মেট্রোলজি দিবসে’ আলোচনা সভা

রাজশাহীতে ‘বিশ মেট্রোলজি দিবসে’ আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ নগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড ট্রেনিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় অফিসের আয়োজনে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার দুপুরে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সম্মেলন কক্ষে ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় বিএসটিআই রাজশাহীর উপ-পরিচালক ও বিভাগীয় অফিস প্রধান প্রকৌশলী সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন।

বিএসটিআই রাজশাহীর সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস এঁর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ রাজশাহীর পরিচালক ড. সেলিম খান।এসময় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আওয়াল খান (জ্যোতি)।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.