নিজস্ব প্রতিবেদক: স্ট্যন্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে এবং ইউসেপ রাজশাহী অঞ্চলের পরিচালনায় “সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রো এন্টারপ্রিনিয়রশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং” প্রকল্পের সার্টিফিকেট বিতরণ এবং সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউসেপ রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপনায় রাজশাহী রিজিওনাল অফিসে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক(প্রশাসন) মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্ট্যন্ডার্ড চার্টাড বাংলাদেশ কান্ট্রি হেড কর্পোরেট এ্যাফেয়ার্স এ্যান্ড হেড অব মার্কেটিং বিটপি দাস চৌধুরি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসেপ বাংলাদেশ এন্টাপ্রিনিয়রশীপ ডেভেলপমেন্ট ডেপুটি ম্যানেজার রাশেদুল হাসান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপেস রাজশাহী রিজিওন রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন রিটেইল ব্রান্ড এ্যান্ড মার্কেটিং সহযোগী পরিচালক হাসনেইন আহমেদ, প্রকল্পের প্রশিক্ষণার্থী বৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্ট্যন্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইউসেপ বাংলাদেশ এর এন্টাপ্রিনিয়রশীপ ডেভেলপমেন্ট প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রো এন্টাপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট প্রকল্পের গুরুত্ব তুলে ধরেণ এবং প্রশিক্ষণার্থীবৃন্দের মাঝে সার্টিফিকেট প্রদান করেন।উল্লেখ্য যে, ১৯৭২ সাল থেকে ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশু ও যুবাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েটদের কর্মসংস্থানে সহযোগিতা প্রদান এবং এন্টাপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্টে কাজ করে আসছে।