নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পবা ব্রাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল এর সভাপতিত্বে ও প্রোগাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ও বক্তা ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর সহকারী পরিচালক মো: এ. কে এম মুজাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. হরিপ্রসাদ সিংহ, সনাতন ধর্মে নারীর অবস্থান বিষয়ে আলোচনায় ভার্চুয়াল উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নমিতা মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় ১০০ জন ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কর্মশালায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, প্রাপ্তবয়স্কদের সুরক্ষা সংক্রান্ত সমস্যা, ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্ব ও সমাজে পারস্পরিক সম্পর্ক মজবুত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।