নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা মামলায় তাঁতীলীগ নেতাকে মামলায় ফাঁসিয়ে তার দোকান জবর দখল ও হামলার অভিযোগ উঠেছে। রাজশাহী তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রানা শেখ এর সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (২৪ মে) বেলা ১২ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, রানা শেখের স্ত্রী শান্তা খাতুন।তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। গত ২১ মার্চ রাজশাহী নিউমার্কেট এক নম্বর গেটের সামনে রিয়াজুল নামে একজনকে হত্যা করা হয়। সে ঘটনার সঙ্গে আমার স্বামী রানা শেখের কোন সম্পৃক্ততা না থাকা সত্বেও তাকে ষড়যন্ত্র করে আসামি করা হয়েছে। এর সব থেকে বড় প্রমাণ সেই দিনের ঘটনাস্থলে ভিডিও ফুটেজ। সে সময় আমার স্বামী শিরোইল পুলিশ ফাঁড়িতে ছিলেন। এই হত্যার রহস্য উদঘাটন হোক এটা আমরা চাই। কিন্তু আমার স্বামীকে অন্যায়ভাবে ফাঁসিয়ে গত বছরের ৭ মে আমার বাসায় এসে সন্ত্রাসীরা আমাকে মারধর ও আমার বাসার জিনিসপত্র লুটপাট ও ভাঙচুর করে। তারপর আমি আমার জীবনের নিরাপত্তার স্বার্থে কোটে মামলা করি। এরপরই আমার শ্বশুরের দোকান দুইটা অন্যরা দখল করে ব্যবসা করছে।
তিনি আরও বলেন, গত ১৫ মে তার স্বামী হাইকোট থেকে আগাম জামিনে বের হলে তাকে হত্যা করার চেষ্টা করা হয়। গত ১৯ মে আগাম জামিন এর রি কলের কাগজ থানায় দিতে গেলে রাস্তায় আমার স্বামীর ওপর আক্রমণ করে স্থানীয় সন্ত্রাসী রিংক, জিতু, রুবেল, তাতাই, সানি, হিমেল, আকাশ, সাব্বিরসহ অজ্ঞাত আরো কয়েকজন। এসময় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমার স্বামীর স্বামীর জীবনের কোন নিরাপত্তার স্বার্থে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ করেছি।
শান্তা খাতুনের দাবি, এই ষড়যন্ত্রের পেছনে যুবদল নেতা হারু, বিএনপির সাবেক ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম মিলু জড়িত। তিনি এদের শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে রানা শেখ ও তার স্ত্রী শান্তা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।