November 27, 2024, 6:36 pm

রাজশাহীতে আইন ও সালিশ কেন্দ্রের “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে সভা

রাজশাহীতে আইন ও সালিশ কেন্দ্রের “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে সভা

নিজস্ব প্রতিবেদক: আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের আওতায় “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে বিদ্যমান রেফারেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে আন্ত: সম্পর্ক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নগরীর একটি স্থানীয় হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী জেলায় ৯ উপজেলা থেকে আগত সূশীল সমাজের প্রতিনিধিগন অংশগ্রহন করেন। সভা বক্তব্য দেন  ভিমটিম সার্পোট সেন্টারের সমন্বয়কারী মুহতারেমা আশরাফি খানম, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইনজীবী অ্যাড.মেহেরুন নেসা শাপলা, সমাজ সেবা কার্যালয়ের মনিরুল ইসলাম,  জাতীয় মহিলা আইনজীবি সমিতির পরিচালক লিগ্যাল অ্যাড. দিল সেতারা চুনি , মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায় সহ বিভিন্ন সেবা প্রদানকারী এনজিও প্রতিনিধিগন অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্পের জেলা ব্যবস্থাপক জনাব হাসিবুল হাসান পল্লব ও বিশিষ্ট সাংবাদিক এবং পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন মতবিনিময় সভা পরিচালনা করেন। সভায় বেসরকারী উন্নয়ন সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের জেলা ব্যবস্থাপক জনাব হাসিবুল হাসান পল্লব বলেন, নারী ও শিশু নির্যাতন এখন প্রতিনিয়ত ঘটছে, আমরা এ প্রকল্পের মাধ্যমে তা প্রতিহত করতে চাই। সভায় রাজশাহী জেলার বিদ্যমান আইনগত, চিকিৎসা সংক্রান্ত, আশ্রয় ও মনো সামাজিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের সাথে বিভিন্ন উপজেলা থেকে আগত সূশীল সমাজের প্রতিনিধিগনের পরিচয় করে দেওয়া হয়। জেলা ব্যবস্থাপক জনাব হাসিবুল হাসান পল্লব বলেন, আমরা বিদ্যমান এ সকল আইনগত, চিকিৎসা সংক্রান্ত, আশ্রয় ও মনো সামাজিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থের্কে সহযোগীতা নিতে চাই।

আইন ও সালিশ কেন্দ্রের কর্মকর্তারা জানান মূলত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী পালন করা অগ্নি প্রকল্পের কাজ। এ কাজে সূশীল সমাজের প্রতিনিধিদের সম্পক্ত হওয়া সামাজিক দায়বদ্ধতা। অগ্নি প্রকল্প নিয়ে ব্রাক এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে আইন ও সালিশ কেন্দ্র। অর্থ সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন।এ প্রকল্পের কার্যক্রম রাজশাহী ও গাজীপুর জেলায় পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.