নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে এই অনুদান প্রদান করেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এই অনুদানের টাকা প্রদান করা হয়।
জানা যায়, উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের সাইরপুকুর গ্রামের আরফান আলীর ছেলে সাব্বির হোসেন (২১) নিহত এবং একই গ্রামের সুরমান আলীর ছেলে সুজন (২০), সলেমান আলীর ছেলে রিফাত(১৯) হোসেন ও আজিম আলীর ছেলে রমজান (১৭) আহত হয়।বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিহত ও আহতরা বাড়ির বিল এলাকায় দানা ফ্যাক্টরির পাশে ঝড়ের কবলে পড়ে।এসময় তারা রাস্তার পাশে এক টং-ঘরে আশ্রয় নেয়। সেখানেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই সাব্বির নিহত হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আর্থিক অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ নিহত ও আহত পরিবারের সদস্যবৃন্দ। নিহতের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।