November 27, 2024, 9:38 pm

রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব শান্তির প্রতীক ‘জুলিও কুরি’ পুরস্কার প্রাপ্তির ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাজশাহী কলেজ। আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বর্ষপুর্তি উদযাপন করা হয়।

কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা ১১:০০ মি. কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন। মুখ্য আলোচক ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আল আমিন হক। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনায় অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীল, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। মুখ্য আলোচক তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর বিশ^শান্তি প্রতিষ্ঠায় অবদান ও ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান বলেন- বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করে গেছেন গরিব ও মেহনতি মানুষের জন্য। মুক্তিযুদ্ধ থেকে বিশ্বশান্তি সব জায়গায় তিনি রেখেছেন বিশ্বনেতার ভূমিকা। তাই রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কার প্রাপ্তি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন নিপীড়িত, শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রম করেছেন। সব ধরনের কর্তৃত্ববাদ ও সাম্রাজ্যবাদ পরিহার করে বন্ধুত্বের ভিত্তিতে দেশ পরিচালনা করে তিনি বিশ্বে সুনাম অর্জন করেন।

আর বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার কারণে বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদকে ভূষিত করে। বিশ্বশান্তি পরিষদের এ পদক ছিল জাতির পিতার কর্মের স্বীকৃতি। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.