বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। উপজেলা সমাজসেবা অফিসার নাফিজ শরিফের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, সাংবাদিক আবদুল লতিফ মিঞা, নুরজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭৩ সালের বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেনশিয়াল কমিটির এক সভায় ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের বঙ্গবন্ধুর হাতে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে জুলিও কুরি পদক প্রদান করা হয়।
আলোচনা শেষে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনের উপরে কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া ৬ জনকে সম্মননা পুরুস্কার দেওয়া হয়।