বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ২ নং নরদাশ ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত বাজেট সভা উপলক্ষে সোমবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব আনারুজ জামান। উক্ত বাজেট অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরদাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আর.কে.এম.মোসলেম উদ্দীন, নরদাশ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ফখরুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মুক্তা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মকুল, সদস্য নেতা নূরুল ইসলাম, ইউপি সদস্য আনজুমান খাতুন, নাজমা বেগম, শেফালী বিবি, আবুল কাশেম, আশরাফুল ইসলাম, কাজেম উদ্দীন, রফিকুল ইসলাম, মফিজ উদ্দীন, ইয়াকুব আলী, আলতাফ হোসেন, আব্দুর রশিদ, আব্দুল খালেক প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ সহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ২ কোটি ১০ লাখ ২৪ হাজার ৪০ টাকা আয় এবং ২ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০ টাকার অর্থ ব্যয় দেখিয়ে ২ নং নরদাশ ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আনারুজ জামান।