নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর লক্ষ্মপুরে পপুলার ডায়াগনেস্টিক সেন্টারের নতুন ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার বিকেলে ভবন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। ভবন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান।পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এজিএম এবং হেড অফ ব্রাঞ্চ শান্তিনগর শাখার মো: শাহী মাহমুদ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী শাখার ব্রাঞ্চ ম্যানেজার ফরিদ মোহাম্মদ শামীম, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের হেড অফিসের ল্যাব ইনচার্জ মোঃ আসাদুর রহমান আসাদ ,পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ইঞ্জিনিয়ার মোঃ কবির আহমেদ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রাজশাহী শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।