নিজস্ব প্রতিবেদক: আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নৌকায় ভোট চাইছে রাজশাহী মহানগর শাখার ছাত্রলীগের নির্বাচনী নারী সমন্বয় কমিটি’র নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে উন্নয়নের নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা’র নির্দেশনায় এবং বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক ও নির্বাচনী নারী সমন্বয় কমিটি’র সদস্য জান্নাতুল ফেরদৌস পিয়া’র নেতৃত্বে এদিনের প্রচারণায় ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের নির্বাচনী নারী সমন্বয় কমিটি’র সদস্য মোসা. মায়া খাতুন, ফাতেমা তুজ জোহরা, তানজিলা ইয়াসমিন, তামিন প্রমুখ।এভাবেই রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে নৌকার প্রচারণায় ঘরে ঘরে যাচ্ছে রাজশাহী মহানগর শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা। নগরীর প্রতিটি ওয়ার্ডে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনী সমন্বয় কমিটি’র মাধ্যমেই ঘরে ঘরে পৌঁছানোর কাজ করছে মহানগর ছাত্রলীগ বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা. মো. সিরাজুম মুবিন সবুজ। তারা বলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী সমন্বয় কমিটি করে দিয়েছি।জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা. মো. সিরাজুম মুবিন সবুজ মূল সমন্বয়কের কাজ করছেন। এছাড়া মহানগর ছাত্রলীগের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক কমিটি করে দেয়া হয়েছে। ওয়ার্ড ভিত্তিক ওই কমিটির সদস্যরা নেতাকর্মীদের নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিটি এলাকার ঘরে ঘরে যাচ্ছেন। চাইছেন নৌকায় ভোট।