November 28, 2024, 5:39 am

রাজশাহীতে বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ ও পথসভা

রাজশাহীতে বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ ও পথসভা

নিজস্ব প্রতিবেদক: রাসিক ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন এর নৌকা প্রতীকের পক্ষে বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ওয়ার্ডের কেডিক্লাব, ডাঁশমারী, তালাইমারী, জাহাজ ঘাটে এলাকায় জনসংযোগ করা হয়।

জনসংযোগ শেষে জাহাজ ঘাট মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সভাপতিত্ব করেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

অপরদিকে, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের রায়পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য খায়রুল বাশার শাহিন, ০১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্টন, মহল্লা সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সদস্য সচিব মিজানুর রহমান মিনু সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ। এদিকে, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কেশবপুর, ভেড়ীপাড়া, শাহী জামে মসজিদের এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায় লিটন, সকল মহল্লা কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব সহ ওয়ার্ড ও মহল্লা কমিটির সকল নেতৃবৃন্দ।

এ ছাড়াও নৌকা প্রতীকের পক্ষে জনসংযোগ করেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ৭ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২৮ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২৮ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগ, ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ, ৩০ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ।

এছাড়া রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ৩০ নং ওয়ার্ডের পূর্ব পাড়া, হানুফার মোড় থেকে আনিসের মোড় এলাকায় নৌকা প্রতীকের পক্ষে রাজশাহী কলেজ শাখার সভাপতি রাশিক দত্ত এর নেতৃত্বে গণসংযোগ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখার রাজু, রাফি, রাকিব, শাহরুখ, ইমন, বেলাল, তরিকুল, সাকিব, অপু আকাশ, সাব্বির, মিলিনিয়াম সহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.