November 28, 2024, 5:48 am

রাজশাহী কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালন

রাজশাহী কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে রাজশাহী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং এনভায়রনমেন্টাল ক্লাবের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

বুধবার কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

এছাড়াও মূখ্য আলোচক হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমিনুর রহমানসহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক ড. মোঃ জহিরুল ইসলাম, মোসাঃ ফারজানা হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মুহাম্মদ আসাদ-উজ-জামান, মোঃ আব্দুর রাজ্জাক, শিক্ষক মন্ডলী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন, প্লাস্টিক সামগ্রী পরিবেশ দূষণে অন্যতম প্রধান অনুসঙ্গ হিসেবে কাজ করছে। এর ফলে শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীও ক্ষতিগ্রস্থ হচ্ছে। সমুদ্রে প্লাস্টিক দূষণের ফলে তিমিসহ নানা সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রতি বছর মারা যাচ্ছে হাজার হাজার পাখী। প্লাস্টিক সামগ্রী পচনশীল না হওয়ায় তা পরিবেশে অপরিবর্তনীয় আকারে থেকে যাচ্ছে। এর খুব অল্প পরিমানই রিসাইকেল করে কাজে লাগানো হচ্ছে।

ফলে পরিবেশে দিনদিন প্লাস্টিকের পরিমান বেড়েই যাচ্ছে যা মানুষ ও প্রাণীর জীবনের জন্য হুমকি স্বরূপ। এ কারণেই পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়ে প্লাস্টিক দূষণের সমাধানের উপর জোর দেয়া হয়েছে। তিনি বলেন, প্লাস্টিক দূষণ রোধে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং সবাই মিলে পণ করতে হবে যেন আমরা নিজেরাই প্লাস্টিক দূষণের কারণ না হই।

তিনি শিক্ষার্থীদেরকে প্লাস্টিক দূষণ বিশেষ করে পলিথিন দূষণ রোধে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে অধ্যক্ষ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে ৫ জুন এনভায়রনমেন্টাল ক্লাব এবং ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়া পরিবেশ দূষণের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে বিশেষ দেয়ালিকা প্রকাশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.